Happy International Women's Day!
Friday, March 07, 2014
Monday, March 03, 2014
"New Calendar of Spring"
"...বসন্ত এসে গেছে ...!!!" |
" বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক
সময় রাখছে চোখের সামনে screen
ফাল্গুন তবে টানাপোড়েনেই
যাক ---
শাখে শাখে ডাকে virtual এর দিন
আমাকে বরং প্রান্তিক বলে ভেবো
বসন্ত আর সামলাতে পারছি না ।
মাঝে মাঝে শুধু আড়চোখে
দেখে নেব
আমার status share করছ
কি না ।
গন্ধ আমাকে আলাপ করতে
শেখায়
হাওয়া ডেকে বলে --- 'আছো
নাকি FB তে ?'
তবু পারিনি পিছল সময়রেখায়
প্রতি মুহূর্ত upload করে দিতে ।
যদিও এখন ভালই লাগছে বেশ ,
কৃষ্ণচূড়ায় ভরে গেছে চারপাশ ...
মুখের আড়ালে লুকিয়ে রেখেছি
face-
বুকের ভেতরে বসন্ত বারোমাস !"
--- শ্রীজাত
[ courtesy :- আনন্দবাজার পত্রিকা ]
Label(s):-
POETry
Location(s):-
Kolkata, West Bengal, India
Subscribe to:
Posts (Atom)