[--- don't go with the product-promotion of this advertisement...only try to feel the 'PUJO' charm !!!]
বৃষ্টি ধওয়া নীল আকাশে সাদা মেঘের জুটি
পূজো মানেই রবি ঠাকুরের "শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি "
দীঘির জলে শালুখ ফুলে গুনগুনিয়ে যায় অলি
পূজো মানেই 'অপু -দুগ্গা 'র কাশের বনে ছোটা
ভেজা ঘাসে লুটিয়ে পরা শিশির -মাখা (পাপড়ি সহ )শিউলি ফুলের বোটা
পূজো মানেই ঢাক -বাদ্যির তালে ধুনচি -নাচ
সন্ধ্যারতি -অঞ্জলি -
ভোগ আর মণ্ডপের নানান সাজ
পূজো মানেই মহালয়ার ভোর আগমনীর আলো
আগত পুজোই দূর হোক মাগো পোড়া বঙ্গের যত কালো
।। শুভ শারদীয়া ।।