তোমার কাছে আর কোনো ভুলের ঋণ জমে নেই আমার ,
তাই নেই ধারের ধারালো বোঝা বোয়ে বেড়াবার অহেতুক কোনো চাপ ।
তাই নেই ধারের ধারালো বোঝা বোয়ে বেড়াবার অহেতুক কোনো চাপ ।
কৃতজ্ঞতা ?...সেতো বোদহয় আমারই প্রাপ্য ছিল
তবে যারা বরাবরের চলতি-হওয়ার -পন্থী তাদের কাছে সেসবের পাঠ তো কবেই চুকেবুকে গেছে ;
তবু দায় তো একটা থেকেই যায়...নাহয়,শুধু নিজের প্রতিই ---
---প্রতিশোধের নয়,পরিশোধের !
শুনেছি-সময় নাকি পরিবর্তনশীল
আর জানি-পরিবর্তন ধ্রুবক
সেই ধ্রুবকরুপী ধ্রুবতারার অপেক্ষায় পথ হাঁটছি আমি...
...বাস্তববাদী না হয়েও আশাবাদী এই আমি...সেদিনের
সেই আমি !
খোঁজ যখন শেষ হবে আর হাতে পরে রইবে হারানিধি উপায়
সেদিন...হ্যা,ঠিক সেদিন ___
তোমার ভাগ্যাকাশ প্রথমবারের মত বুঝবে ---
'শোধ' কাকে বলে ।