সমস্যাটা আর কেউ নয়
আমার সমস্যা আমি নিজেই
হৃদমাঝারের যমজ দু'জন
দুই ভিন্ন তালে বাজে
ভুলতে গিয়েও ভুলতে না পারা
--- এইটুকুই ছিল ভুল !
ভুলটা যদিবা ভুলেই যেতাম
তবু বাঁচত কি আর কূল ?
বিষাক্ত-নীল হব জানি
যদি পুষে রাখি যন্ত্রণা
বেশতো ---
--- নাহয়, তাই হোক...
...বছর প্রান্তে প্রাপ্তি আমার ---
শুধু 'নিজের জন্য শোক' ।
বিষাক্ত-নীল হব জানি
যদি পুষে রাখি যন্ত্রণা
বেশতো ---
--- নাহয়, তাই হোক...
...বছর প্রান্তে প্রাপ্তি আমার ---
শুধু 'নিজের জন্য শোক' ।