Powered By Blogger

Sunday, May 25, 2014

shame on me !!!

দিনটা ছিল এ বছরের 27th April...কলকাতাই নিয়মিত তাপপ্রবাহ চলছিল রীতিমত,40-41ডিগ্রী তাপমাত্রা । আমার UPSC র একটা পরীক্ষা ছিল সেদিন  ...GSI এর Geophysicist পোস্টের জন্য ...যেহেতু computer based exam.ছিল সেটা তাই খুব স্বাভাবিক ভাবেই একটা private engineering college এ seat পরেছিল আমার  ...বাকি আর পাঁচটা  private engineering college এর মতো এটিও কলকাতার এক প্রতন্ত্য প্রান্তে ছিল  ...যেখানে পৌঁছোনো 'मुशकिल ही नेही ,नामुमकिम ' ও মনে হলেও খুব ভুল হবে না !!! ...একে তো গরম আমার অসহ্য লাগে  ...তার মধ্যে অত নিয়মিত গরমে কাহিল অবস্থা,পরীক্ষার tension এ (থুড়ি ,পরীক্ষা-স্থলে পৌঁছাবার tension এ !) ঘুম ও হয়নি ঠিকমত আর তার উপর আবার 2nd-half এ পরীক্ষা কিন্তু তার জন্য reporting time প্রায় 2ঘন্টা আগে  ...বোঝো অবস্থা (পড়ুন, দুরাবস্থা !) ... তাই প্রায় 11টা নাগাদ ওই ব্রম্ভ রোদে বেড়ালাম 'Mission-Exam.' এ মা এর সাথে । 
ওই রোদ-গরমে luckily bus-এ ওঠার লাইনে দাড়াতে হল না আমাদের আর যদি বা bus-stand থেকে bus এ ওঠায় কোনরকমে দুজনের একসাথে seat manage করে ফেললাম একে-ওকে বলে-কয়ে  ...যদিও পেছনের দিকে তো bus ছাড়তে দেরী হওয়াই ভীড় হয়েই গেল  ...গরম-ভীড়  ... তার মধ্যে অচেনা জায়গাই ঠিক সময়ে পৌঁছবার চাপ  ...আমি আর নিতে পারছিলাম না যেন ! ...
তো যাইহোক...এমন সময়ে এক দম্পতি তাদের 3-4বছরের মেয়েকে নিয়ে আমাদের seat এর ঠিক পাশেই দাঁড়ালেন  ... আমি window-seat এ বসেছিলাম আর পাশে আমার মা বসেছিলেন  ... তো যদিও ওনারা মায়ের পাশে দাড়িয়েছিলেন তবু মায়ের কোনো অস্বস্তি হচ্ছিল না কিন্তু আমার আরো বদ্ধ লাগতে শুরু করেছিল  ...মনে হচ্ছিল এত বড় bus এ এদের এখানেই দাড়াতে হলো  ...ধুর ! ...এরপর আমার 'গোদের উপর বিষফোড়া ' মনে হল যখন আমার মাতৃদেবী প্রথমে ওই দম্পতিকে "ওকে এখানে আমাদের seat এর ভেতরে ঢুকিয়ে দিন নইলে ওর মাথা journey এর সময় ভীড়ে seat এ ঠুকে যেতে পারে"---বলে suggest করে এবং সেই কাজটি করে satisfied না হয়ে ওনাদের বাচ্চা মেয়েটিকে "এখানে বসবি,বাবু ?" বলে আমাদের দুজনের মাঝখানে বসিয়ে নিলেন !!! যদিও বাচ্চা মেয়েটির ওখানে বসতে এমন কিছু বেশি জায়গা লাগত না যাতে আমাদের থুড়ি আমার কোনো অসুবিধে হতে পারে তবুও স্বার্থপরের মতো তিতিবিরক্ত আমার মনে হলো এই পরপকারটা কি মায়ের এখন না করলেই চলছিল না,যদিও মুখে কোনো আপত্তি জানাইনি  !
কিন্তু,যখন বাচ্চাটি ওখানে বসতে পেল সঙ্গে-সঙ্গে এক-চিলতে হাসি ফুটল বেচারির ঠোঁটে ,তার চুপসে যাওয়া মুখ আলো হয়ে গেল যেন...feel করতে না পারলেও বুঝলাম সত্যি কতটা কষ্ট হচ্ছিল তার....সেই মুহুর্তে নিজের কিছুক্ষণ আগের selfish-আমির উপর ঘেন্না হল!...friction of second এর জন্য হলেও কি করে এতটা insensitive হতে পারি আমি ?!?...এরম ধরনের কাজ করে কি করে নিজেই নিজের কাছেই,নিজের চোখেই এতটা ছোট হয়ে,এতটা নীচে নামাতে পারি নিজেকে?!?...আমার পক্ষে কি করে possible হল এটা ?!?---নিজের স্বপক্ষে খাড়া করতে চাওয়া সব যুক্তিই (eg.:- exam.-tension,extreme hot-weather etc.) ফালতু বাহানা মনে হতে লাগল তখন,আর তার জেরেই নিজের কাছে নিজের কৈফিয়ত হিসেবে চাওয়া অতগুলো question এর appropriate valid answer হিসেবে বেরিয়ে এল---don't know...I really don't know...!!! মনে-মনে আমার মাকে বললাম --- "Hats-off to you, Maa :-) আর, নিজেকে, 'ছিঃ!!!...shame on you :-(' [আজও ভাবলে...যাকগে...]
কিন্তু,সত্যি বলছি ওই বাচ্চাটির হাসির মধ্যে জানি না কি এমন ছিল যে মুহুর্তের মধ্যে আমার সব irritation দূর হয়ে মনটা হটাত ভাল হয়ে গেল...গাল টিপে বাচ্চাটিকে আদর করতে গিয়ে দেখি---আমার মা ওকে এক হাত দিয়ে প্রায় আগলে রেখে অন্য হাতে ধরা bag এ করে বাড়ি থেকে আনা আমাদের ঠান্ডা জলের bottle টা ওর গায়ে ঠেকিয়ে জিজ্ঞেস করছেন,"দেখতো ,ঠান্ডা কিনা ?"...আর এই গপ্পের খুদে অতিথি আরামে সেই হাসি মুখে ইতিবাচক সুরে ঘাড় নাড়ছে ।
নিরাপত্তার আশ্রয়ে ---