ঘটনা নং ১ :
শিয়ালদহগামী ট্রেন এর লাইন -এর দুপাশের প্লাটফর্ম ভীড়ে গিজগিজ করছে । না , এটা ট্রেন ধরার ভীড় নয় ...এটা হল তামাশা দেখার ভীড়। বছর ২৬-২৭ এর এক যুবক ট্রেন ছাড়ার ঠিক আগে রেললাইন এ ট্রেন -এর সামনে বসে পরায় ট্রেন ছাড়তে পারছে না। আর ট্রেন late করায় বিনা দোষে suffer করছে ভীড়ঠাসা ট্রেন -এর যাত্রীরা !!! ছেলেটির কানে মোবাইল ... আর ফোনের অন্য প্রান্তে হয় তার 'প্রেমিকা ' (!!!) উত্তর দিচ্ছে না অথবা দিলেও সেটি এই 'বিপ্লবী ' প্রেমিকের মনঃপূত হচ্ছে না !!! কিছু অত্যুত্সাহী যাত্রীর সময় -কাটানোর 'চেষ্টাই ' জানা গেল --- অন্যপক্ষ প্রেমে রাজী নয় অথবা আর সম্পর্ক রাখতে নারাজ ...তাই ট্রেন লাইন -এ ট্রেন -এর সামনে বসে suicide -এর হুমকি দেওয়া চলছে !!! অন্যপক্ষের মানসিক অবস্থার কথা তুলছি না কিন্তু এই so called মহান প্রেমিকের এহেন আচরণে তৃতীয়পক্ষ মানে বেচারা ট্রেনযাত্রীদের condition যারা ভীড়ঠাসা local train এ কখনও যাতায়াত করেছে তারা বোধ করি বিলক্ষণ বুঝতে পারছে !!!
ঘটনা নং ২ :
এক IAS Officer -এর suicide এর খবর বেড়িয়েছে 'আনন্দবাজার ' -এ ... বিবাহিতা সহকর্মীর প্রতি প্রেম ,তার প্রকাশ এবং খুবই obvious ভাবে প্রতিদানে ভালবাসা না পাওয়ার জেরেই নাকি এই আত্মহত্যা ... অন্তত কারণ হিসেবে তো news -paper -এ সেটাই বলা হয়েছে ... আর suicide-note এও শুধুমাত্র সেই না পাওয়া প্রেমের জন্য আক্ষেপ ...তাও সেই মহিলার প্রতি ...ব্যাস ...family -relatives -friends কারোর জন্য একটাও extra শব্দ খরচ করেননি ভদ্রলোক !!!
[দুটো ঘটনাই সম্পূর্ণ সত্য। কোন কল্পনার আশ্রয় এখানে নিইনি আমি।]
প্রথম ঘটনার 'hero' নাহয় অল্পবয়সী এবং স্বল্পশিক্ষিত কিন্তু দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে তো তা নয়। দেশের প্রশাসনিক বিভাগের এত বড় দায়িত্বে - এ থাকা একজন পরিণত মননের উচ্চশিক্ষিত মানুষের থেকে কি এই কাজ সত্যিই কাম্য ?
মৃত্যুর ভয় দেখানো এবং মৃত্যুকে বেছে নেওয়া ...কেন ? না , just because কেউ একজন ভালোবাসেনি বলে কিংবা cheat করেছে বলে অথবা ভালবাসার সম্পর্ক আর রাখতে চায় না বলে !?! তার মানে তো আমার বাঁচা-মরা depend করছে আমার প্রতি তাদের ব্যবহারের উপর যাদের কাছে আমি 'not so important' ...আর তাই যদি হয় তাহলে যার/যাদের কাছে আমি সত্যি important তার/তাদের এবং সেই সাথে অবশ্যই নিজের importance টা আমার নিজের কাছে কোথায় আর ঠিক কতটা ?!?
এই রকম ঘটনা তো এখন প্রাত্যহিক।
মনের সত্যিকারের feelings থাকুক ছাই না থাকুক ,তার স্থায়িত্ব এবং গভীরতা থাকুক অথবা না থাকুক 'প্রেম' তো করতেই হবে। relationship status এ ' in a relationship with ' অমুক নাহলে যে 'status' বজাই থাকে না boss ...fb তে likes 250 তে গিয়ে পৌঁছাই না ...week-end -এ shopping-mall-এ ঘোরা হয়না ...এরম আরো কতইনা বড় বড় 'ক্ষতির' সম্মুখীন হতে হয় তার কি ইযত্তা আছেরে পাগলা !!!
লক্ষ্য করলে দেখা যায় - যে বেশিরভাগ মানুষ অন্য মানুষদের থেকেও বেশি প্রেমে পরে 'আদর্শ প্রেম' নামক এক controversial idea -এর যা বাস্তবে সম্ভব হয় না ....serial -cinema আর গল্প -উপন্যাস অব্দি যার দৌড় ! আর সিনেমাগুলোও হয়েছে ঠিক তেমন,specially নব্বই দশকের কিছু romantic movie ...cinema -এর প্রথমে নায়ক খুব বড় মুখ করে বলে --- "हम एकबार जीते हैं ,एकबार मरते हैं ... प्यार एकबार ही होता हैं और शादीभी हम एकबार ही करते हैं !!!" এবং সিনেমার শেষে সেই ভদ্রলোকই দ্বিতীয়বার প্রেমে পরে বিয়ে করেন ...তাও কাকে ? ...না, সেই সুন্দরী মহিলাকে যাকে একসময় তার 'tomboy'image-এর জন্য বাতিল করেছিলেন !!! তবুও সিনেমা হিট ...তবুও ...এই ধরনের সাফল্যপ্রাপ্ত romantic cinema-এর হিরোর নাম অনেকেই (বিশেষত মেয়েরা )খুব সহজেই without any help বলে দেবেন অথচ মেয়েদের হকি খেলা নিয়ে তৈরী ছবি 'chak de India' তে main lead শাহরুখ খান অভিনীত হকি কোচ -এর চরিত্রটির নাম জিজ্ঞেস করে দেখুন তো কজন এক chance-ই খুব সহজেই বলতে পারে ?!? আসলে romantic movie ভালবাসার ক্ষেত্রে মানুষের অবান্তর expectation বড়িয়ে দেয় যার প্রভাব সমাজ ব্যবস্থার উপর খুব সহজেই পরে !!!
একজনকে একবার বলতে শুনেছিলাম কোন মেয়েকেই নাকি সে দেখেনি যে 'single' থাকতে চায় (বলা বাহুল্য যে গুটিকয় মেয়েকে দেখেই সে এই ধারণা তৈরী করে নিয়েছিল !) ...অথচ সেটা থাকলে কি এমন ক্ষতি হয় তা সে জানে না ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন সে নিজে 'single' condition -এ এলো তখন আর কিছুই না পেয়ে শেষমেষ একটি matrimonial site -এ নিজের profile খুলল ...তবে তা বিয়ের জন্য নয়...'mingle' হওয়ার জন্য !!!
আরেকজন তো আরো সরেস...সে খুব সহজেই একা থাকতে পারে কিন্তু এজন্য তার 'flirting' নামক রসদ চায়...যেন-তেন-প্রকারেণ অপরপক্ষকে সে ব্যাপারে completely unknown রেখে অন্যের valuable সময় অহেতুক নষ্ট করিয়ে,তাকে তারই অজান্তে 'timepass material' -এ convert করে একমাত্র নিজের 'good time' spend করে নিজেকে 'happy' রাখার এক নোংরা,অসুস্থ এবং আত্মসর্বস্ব মানসিকতা !...এখানে,কার 'gf ' যে কার 'bf '-এর সাথে আর কার 'bf' যে কার 'gf '-এর সাথে 'friends with benefits'-এর উপর 'just friends'-এর তকমা এটে কে যে কাকে ঠকাচ্ছে সেই 'cross-connection'-এর জিলিপির মতো প্যাঁচালো ধাঁধার সঠিক সমাধান একমাত্র 'ব্রম্হা জানেন...'!!! ---এই শ্রেণীর ক্ষেত্রে 'demand' এর চেয়ে 'supply' বেশি থাকায় (পড়ুন-desperate হয়ে বেশি 'supply'এর ব্যবস্থা এরা করে নিতে পারায়) মোটা-চামড়ার যথেচ্ছাচার খুব easy হয়ে ওঠে যা কিনা এদের নিজেদের কাছে খুবই অহঙ্কারের !
আরকটি 'great lover'শ্রেণীর mental state --- always 'confused' (সেটা অবশ্য natural নাকি নিজেকে safe guard দেওয়ার চেষ্টা সে ব্যাপারে বাকিরা confused !)...mental stability না থাকায় এরা লাল রঙ দেখে ক্ষেপে ওঠা পাগলা ষাড়ের মতো কখনও এ(র)দিকে ছোটে তো কখনো ও(র)দিকে আবার কখনও অন্য আরেক দিকে...মানে এরা এতটাই versatile এই particular একটি ব্যাপারে যে একই সময়ে একই সাথে multipurpose দিক (পড়ুন,বিভিন্ন মানুষকে)easily manage করার ক্ষমতা রাখে...এদের নিজেদের দেওয়া commitment,seriousness & honesty-এর দাম এরা নিজেরাই দিতে জানে না সে এদের কথায় ভুলে এদের উপর বিশ্বাস করে কেউ যতই suffer করুক না কেন ! এদের "..কোনটা আসল,কোনটা নকল/কোনটা শুধুই জবরদখল.."---এরা নিজেরাই জানে না ; তাই এরা 'আজ চালক' আর 'কাল বোকা' সেজে confusion কাটাবার সব প্রশ্নের উত্তরে 'জানি না !' বলে বিশাল একটা দুঃখীমার্কা দীর্ঘশ্বাস ফেলে সেটাকে এড়িয়ে গিয়ে 'মহৎ প্রেমিক ন্যাকা-ন্যাকা' সেজে থাকে !!!
আরেকটি প্রবণতাও এক্ষেত্রে খুব দেখা যায় --- একটা relationship থেকে বেরতে না বেরতেই anyhow অন্য আরেকটিতে ঢুকে পরা ...কাউকে আঁকড়ে থেকে 'feel good '-এর বদভ্যেস বশত ...সে দুজনের compatibility মিলুক ছাই না মিলুক...ফলবশত 'चार दिनकी चाँदनी' type -এর ব্যাপার...দুদিন পর একে অপরকে অথবা কোন একজনের অন্যজনকে পোষাচ্ছে না....তারপর সেটাকে কিছুদিন কোনো ভাবে ভালো না লাগলেও বয়ে বেড়ান...একটা সম্পর্ক থাকতে আবার একটা সম্পর্ক...কাদা ছোড়াছুড়ি...then আবার আরেকটা break-up !!!
প্রথম-প্রথম যে 'সুপারসনিক' বেগে নিজেদের দিকে ছুটছে তার ক'দিন পরই শরীর/মন/মস্তিস্কের দরকার মিটে গেলে ঠিক তারই দ্বিগুণ গতিতে একে অন্যের বিপরীতে পালাতে শুরু করছে ...তাও, daily-routine-এ খিদে-ঘুম এর মতো 'প্রেম' পেতেই হবে ?!? --- এই তো চলছে এখন দিনের পর দিন...ক্ষেত্র-বিশেষে মানুষের উন্নতির সাথে সাথে এসবের পরিমাণ বেড়েই চলেছে ক্রমশ...!!!
প্রেম কখনও একা আসে না ,দু'টি সম্পূর্ণ আলাদা মানুষের দু'খানি ভিন্ন মনের এক হওয়ার সাথে সাথে নিয়ে আসে নানান জটিলতা...কখনো তা তাদের নিজেদের মধ্যে তো কখনো তাদের নিজেদের সাথে অন্যদের ...পৃথিবীতে বারে বারে আসা প্রেমের গল্পগুনো আলাদা,যদিও maximum ক্ষেত্রেই problems থাকা common কিন্তু তার রূপ খুব স্বাভাবিক ভাবেই আলাদা মানুষগুনোর মতোই প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু প্রতিটি গল্পই আবার তাদের মালিক-মালকিনদের কাছে (মানে couple দের কাছে ) নিজেদের মত করে নিজ গুনেই special আর ঠিক একই ভাবেই special তাদের relation তাই সম্পর্কে কোনো সমস্যা থাকলে সময় নষ্ট না করে একান্ত আন্তরিক প্রচেষ্টাই তা মিটিয়ে নিয়ে একসাথে এগিয়ে চলা উচিত দুজনের যতদিন সম্ভব আর যতদূর সম্ভব...কিন্তু গোড়াতেই গলদ থাকলে চিড় ধরতে বাধ্য আর সেই ফাটল মেরামত করাও just next to impossible !!! ...সেক্ষেত্রে সরে আসাটাই সবদিক থেকে ও সবার দিক থেকেই বান্ছনীয় ।
এখনকার বেশিরভাগ প্রেম অনেকটা বাঙালীদের দুগ্গাপুজোর মত হয়ে দাঁড়িয়েছে --- যতক্ষণ আসব-আসব করছে ততক্ষনই ভালো ...একবার চলে এলেই 'ঠাকুর থাকবে কতক্ষণ /ঠাকুর যাবেই বিসর্জন '-এর বাদ্যি বাজতে শুরু করে দেয় আর ঠিক তার পরপর 'আসছে বছর আবার হবে ' বলে পরের বারের প্রস্তুতি !!!
আমি প্রেম-বিরোধী কোন দিনই নয় ...কিন্তু ভালবাসা যখন তার স্বছতা হারায় ,যখন অন্যের যন্ত্রণার কারণ হয় তখন কারণবিহীন ভাবে যার /যাদের জন্য সেটা হচ্ছে তাকে /তাদের আমি ঘেন্না করি। অভিজ্ঞতা থেকে দেখেছি খুঁজতে খুঁজতে খোদাকে পাওয়া সোজা তবু একজন genuine মানুষ খুঁজে পাওয়া আরো কঠিন ...এদের সংখ্যা এতটাই কম তাই ভালবাসাই ভেজালের পরিমাণটা এতটাই বেশি !!! তাই আজ ভালবাসার বিপণন চলছে বিভিন্ন international public 'special day'গুলোতে কোটি কোটি টাকার 'অপ্রয়োজনীয়' gift বিক্রীর মাধ্যমে ...আর ভালবাসা না পেলে চলছে প্রতিহিংসা মেটাবার খেলা !!!
special মানুষটিকে special feel করানো দোষের কিছুই নয় ...বরং সমাজবদ্ধ জীব মানুষের পক্ষে ভালবাসার লেনদেন করতে চাওয়াই খুব স্বাভাবিক ...আর সেটা করাও উচিত ...কিন্তু যে attention আমরা এক্ষেত্রে দিয় ,যে টাকা আমরা এর পেছনে খরচ করি তার 1% ও যদি আমরা কিছু সত্যিকারের 'needy' মানুষের প্রয়োজনে খরচ করি তবে ভাবতে পারেন গোটা পৃথিবী থেকে অসাম্য কতটা কমবে।
এত গেল যারা সত্যিকারের ভালবাসা পেয়ে সত্যি সুখী তাদের জন্য এবার আসি তাদের কথাই যারা বলে --- '...এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মন আছে ...!!!" ....যারা ভাবে --- "ভালবাসা আসলে হরমনের খেলা ,বোকারা বলে -প্রেম " ...অথবা তিক্ত ঘটনাগুলো থেকে যাদের মনে হয়েছে --- "কি আর বলিব বল সখী ...জানি প্রেম -টেম সবই বুজরুকি ..." আর যারা ''একলা মানুষ মাতৃগর্ভে ,একলা মানুষ চিতাই আর বাকী সময়টা একলা না থাকার অভিনয়" ভেবে "একলা চলো রে "-কে জীবনের theme-song বানিয়ে চলছে তাদের বলি নিজের কাজ কে প্রেমিক/প্রেমিকা ভাবতে আর অপেক্ষা করতে সঠিক মানুষের জন্য ...আর যদি তাও সে না আসে কখনও ?!? ...তার মানে এই নয় যে "জীবনটা তোর্ ষোলো আনাই বৃথা " ....সত্যিকারের মনের মানুষের থেকে পাওয়া ভালবাসতে ঘুণ না ধরলেও একঘেয়েমি আসতে পারে ,রঙ চটে যেতে পারে কিন্তু যদি পৃথিবীর কয়েকটা প্রায় কিচ্ছু না পাওয়া মানুষের জন্য কিছু করা যায় স্বার্থশূণ্য ভাবে তবে প্রতিদানে তাদের থেকে পাওয়া অপার্থিব 'উপহারের' আনন্দ সারা জীবনে কখনই মলিন হয় না ।
প্রেমের সফলতার উপর বোধয় জীবনের সার্থকতা নির্ভর করে না...তাই,এই 4G speed-এর যুগে মন আর মস্তিষ্ককে নিজের control-এ রেখে বলতে চাই ---
"...আমি সূর্যের থেকে ভালবাসা নিয়ে/রাঙাব এ হৃদয় তার রঙ দিয়ে /ব্যর্থ প্রেমের নাটুকে নায়ক পারব না হতে,পারব না ...!!!"
Oh !..come on, kiddo...grow up !!!...if you are not satisfied don't complain,just move on !!!...this is the high-time to do some serious work !!!
স্থান-ব্যারাকপুর স্টেশন ;তারিখ-ক্যালেন্ডারের যে কোন এক কর্মব্যস্ত দিন ; সময়-ঘড়িতে সাধারণ মানুষের কাজে বেড়বার সময় ;
শিয়ালদহগামী ট্রেন এর লাইন -এর দুপাশের প্লাটফর্ম ভীড়ে গিজগিজ করছে । না , এটা ট্রেন ধরার ভীড় নয় ...এটা হল তামাশা দেখার ভীড়। বছর ২৬-২৭ এর এক যুবক ট্রেন ছাড়ার ঠিক আগে রেললাইন এ ট্রেন -এর সামনে বসে পরায় ট্রেন ছাড়তে পারছে না। আর ট্রেন late করায় বিনা দোষে suffer করছে ভীড়ঠাসা ট্রেন -এর যাত্রীরা !!! ছেলেটির কানে মোবাইল ... আর ফোনের অন্য প্রান্তে হয় তার 'প্রেমিকা ' (!!!) উত্তর দিচ্ছে না অথবা দিলেও সেটি এই 'বিপ্লবী ' প্রেমিকের মনঃপূত হচ্ছে না !!! কিছু অত্যুত্সাহী যাত্রীর সময় -কাটানোর 'চেষ্টাই ' জানা গেল --- অন্যপক্ষ প্রেমে রাজী নয় অথবা আর সম্পর্ক রাখতে নারাজ ...তাই ট্রেন লাইন -এ ট্রেন -এর সামনে বসে suicide -এর হুমকি দেওয়া চলছে !!! অন্যপক্ষের মানসিক অবস্থার কথা তুলছি না কিন্তু এই so called মহান প্রেমিকের এহেন আচরণে তৃতীয়পক্ষ মানে বেচারা ট্রেনযাত্রীদের condition যারা ভীড়ঠাসা local train এ কখনও যাতায়াত করেছে তারা বোধ করি বিলক্ষণ বুঝতে পারছে !!!
ঘটনা নং ২ :
এক IAS Officer -এর suicide এর খবর বেড়িয়েছে 'আনন্দবাজার ' -এ ... বিবাহিতা সহকর্মীর প্রতি প্রেম ,তার প্রকাশ এবং খুবই obvious ভাবে প্রতিদানে ভালবাসা না পাওয়ার জেরেই নাকি এই আত্মহত্যা ... অন্তত কারণ হিসেবে তো news -paper -এ সেটাই বলা হয়েছে ... আর suicide-note এও শুধুমাত্র সেই না পাওয়া প্রেমের জন্য আক্ষেপ ...তাও সেই মহিলার প্রতি ...ব্যাস ...family -relatives -friends কারোর জন্য একটাও extra শব্দ খরচ করেননি ভদ্রলোক !!!
[দুটো ঘটনাই সম্পূর্ণ সত্য। কোন কল্পনার আশ্রয় এখানে নিইনি আমি।]
প্রথম ঘটনার 'hero' নাহয় অল্পবয়সী এবং স্বল্পশিক্ষিত কিন্তু দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে তো তা নয়। দেশের প্রশাসনিক বিভাগের এত বড় দায়িত্বে - এ থাকা একজন পরিণত মননের উচ্চশিক্ষিত মানুষের থেকে কি এই কাজ সত্যিই কাম্য ?
মৃত্যুর ভয় দেখানো এবং মৃত্যুকে বেছে নেওয়া ...কেন ? না , just because কেউ একজন ভালোবাসেনি বলে কিংবা cheat করেছে বলে অথবা ভালবাসার সম্পর্ক আর রাখতে চায় না বলে !?! তার মানে তো আমার বাঁচা-মরা depend করছে আমার প্রতি তাদের ব্যবহারের উপর যাদের কাছে আমি 'not so important' ...আর তাই যদি হয় তাহলে যার/যাদের কাছে আমি সত্যি important তার/তাদের এবং সেই সাথে অবশ্যই নিজের importance টা আমার নিজের কাছে কোথায় আর ঠিক কতটা ?!?
এই রকম ঘটনা তো এখন প্রাত্যহিক।
মনের সত্যিকারের feelings থাকুক ছাই না থাকুক ,তার স্থায়িত্ব এবং গভীরতা থাকুক অথবা না থাকুক 'প্রেম' তো করতেই হবে। relationship status এ ' in a relationship with ' অমুক নাহলে যে 'status' বজাই থাকে না boss ...fb তে likes 250 তে গিয়ে পৌঁছাই না ...week-end -এ shopping-mall-এ ঘোরা হয়না ...এরম আরো কতইনা বড় বড় 'ক্ষতির' সম্মুখীন হতে হয় তার কি ইযত্তা আছেরে পাগলা !!!
লক্ষ্য করলে দেখা যায় - যে বেশিরভাগ মানুষ অন্য মানুষদের থেকেও বেশি প্রেমে পরে 'আদর্শ প্রেম' নামক এক controversial idea -এর যা বাস্তবে সম্ভব হয় না ....serial -cinema আর গল্প -উপন্যাস অব্দি যার দৌড় ! আর সিনেমাগুলোও হয়েছে ঠিক তেমন,specially নব্বই দশকের কিছু romantic movie ...cinema -এর প্রথমে নায়ক খুব বড় মুখ করে বলে --- "हम एकबार जीते हैं ,एकबार मरते हैं ... प्यार एकबार ही होता हैं और शादीभी हम एकबार ही करते हैं !!!" এবং সিনেমার শেষে সেই ভদ্রলোকই দ্বিতীয়বার প্রেমে পরে বিয়ে করেন ...তাও কাকে ? ...না, সেই সুন্দরী মহিলাকে যাকে একসময় তার 'tomboy'image-এর জন্য বাতিল করেছিলেন !!! তবুও সিনেমা হিট ...তবুও ...এই ধরনের সাফল্যপ্রাপ্ত romantic cinema-এর হিরোর নাম অনেকেই (বিশেষত মেয়েরা )খুব সহজেই without any help বলে দেবেন অথচ মেয়েদের হকি খেলা নিয়ে তৈরী ছবি 'chak de India' তে main lead শাহরুখ খান অভিনীত হকি কোচ -এর চরিত্রটির নাম জিজ্ঞেস করে দেখুন তো কজন এক chance-ই খুব সহজেই বলতে পারে ?!? আসলে romantic movie ভালবাসার ক্ষেত্রে মানুষের অবান্তর expectation বড়িয়ে দেয় যার প্রভাব সমাজ ব্যবস্থার উপর খুব সহজেই পরে !!!
একজনকে একবার বলতে শুনেছিলাম কোন মেয়েকেই নাকি সে দেখেনি যে 'single' থাকতে চায় (বলা বাহুল্য যে গুটিকয় মেয়েকে দেখেই সে এই ধারণা তৈরী করে নিয়েছিল !) ...অথচ সেটা থাকলে কি এমন ক্ষতি হয় তা সে জানে না ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন সে নিজে 'single' condition -এ এলো তখন আর কিছুই না পেয়ে শেষমেষ একটি matrimonial site -এ নিজের profile খুলল ...তবে তা বিয়ের জন্য নয়...'mingle' হওয়ার জন্য !!!
আরেকজন তো আরো সরেস...সে খুব সহজেই একা থাকতে পারে কিন্তু এজন্য তার 'flirting' নামক রসদ চায়...যেন-তেন-প্রকারেণ অপরপক্ষকে সে ব্যাপারে completely unknown রেখে অন্যের valuable সময় অহেতুক নষ্ট করিয়ে,তাকে তারই অজান্তে 'timepass material' -এ convert করে একমাত্র নিজের 'good time' spend করে নিজেকে 'happy' রাখার এক নোংরা,অসুস্থ এবং আত্মসর্বস্ব মানসিকতা !...এখানে,কার 'gf ' যে কার 'bf '-এর সাথে আর কার 'bf' যে কার 'gf '-এর সাথে 'friends with benefits'-এর উপর 'just friends'-এর তকমা এটে কে যে কাকে ঠকাচ্ছে সেই 'cross-connection'-এর জিলিপির মতো প্যাঁচালো ধাঁধার সঠিক সমাধান একমাত্র 'ব্রম্হা জানেন...'!!! ---এই শ্রেণীর ক্ষেত্রে 'demand' এর চেয়ে 'supply' বেশি থাকায় (পড়ুন-desperate হয়ে বেশি 'supply'এর ব্যবস্থা এরা করে নিতে পারায়) মোটা-চামড়ার যথেচ্ছাচার খুব easy হয়ে ওঠে যা কিনা এদের নিজেদের কাছে খুবই অহঙ্কারের !
আরকটি 'great lover'শ্রেণীর mental state --- always 'confused' (সেটা অবশ্য natural নাকি নিজেকে safe guard দেওয়ার চেষ্টা সে ব্যাপারে বাকিরা confused !)...mental stability না থাকায় এরা লাল রঙ দেখে ক্ষেপে ওঠা পাগলা ষাড়ের মতো কখনও এ(র)দিকে ছোটে তো কখনো ও(র)দিকে আবার কখনও অন্য আরেক দিকে...মানে এরা এতটাই versatile এই particular একটি ব্যাপারে যে একই সময়ে একই সাথে multipurpose দিক (পড়ুন,বিভিন্ন মানুষকে)easily manage করার ক্ষমতা রাখে...এদের নিজেদের দেওয়া commitment,seriousness & honesty-এর দাম এরা নিজেরাই দিতে জানে না সে এদের কথায় ভুলে এদের উপর বিশ্বাস করে কেউ যতই suffer করুক না কেন ! এদের "..কোনটা আসল,কোনটা নকল/কোনটা শুধুই জবরদখল.."---এরা নিজেরাই জানে না ; তাই এরা 'আজ চালক' আর 'কাল বোকা' সেজে confusion কাটাবার সব প্রশ্নের উত্তরে 'জানি না !' বলে বিশাল একটা দুঃখীমার্কা দীর্ঘশ্বাস ফেলে সেটাকে এড়িয়ে গিয়ে 'মহৎ প্রেমিক ন্যাকা-ন্যাকা' সেজে থাকে !!!
আরেকটি প্রবণতাও এক্ষেত্রে খুব দেখা যায় --- একটা relationship থেকে বেরতে না বেরতেই anyhow অন্য আরেকটিতে ঢুকে পরা ...কাউকে আঁকড়ে থেকে 'feel good '-এর বদভ্যেস বশত ...সে দুজনের compatibility মিলুক ছাই না মিলুক...ফলবশত 'चार दिनकी चाँदनी' type -এর ব্যাপার...দুদিন পর একে অপরকে অথবা কোন একজনের অন্যজনকে পোষাচ্ছে না....তারপর সেটাকে কিছুদিন কোনো ভাবে ভালো না লাগলেও বয়ে বেড়ান...একটা সম্পর্ক থাকতে আবার একটা সম্পর্ক...কাদা ছোড়াছুড়ি...then আবার আরেকটা break-up !!!
প্রথম-প্রথম যে 'সুপারসনিক' বেগে নিজেদের দিকে ছুটছে তার ক'দিন পরই শরীর/মন/মস্তিস্কের দরকার মিটে গেলে ঠিক তারই দ্বিগুণ গতিতে একে অন্যের বিপরীতে পালাতে শুরু করছে ...তাও, daily-routine-এ খিদে-ঘুম এর মতো 'প্রেম' পেতেই হবে ?!? --- এই তো চলছে এখন দিনের পর দিন...ক্ষেত্র-বিশেষে মানুষের উন্নতির সাথে সাথে এসবের পরিমাণ বেড়েই চলেছে ক্রমশ...!!!
প্রেম কখনও একা আসে না ,দু'টি সম্পূর্ণ আলাদা মানুষের দু'খানি ভিন্ন মনের এক হওয়ার সাথে সাথে নিয়ে আসে নানান জটিলতা...কখনো তা তাদের নিজেদের মধ্যে তো কখনো তাদের নিজেদের সাথে অন্যদের ...পৃথিবীতে বারে বারে আসা প্রেমের গল্পগুনো আলাদা,যদিও maximum ক্ষেত্রেই problems থাকা common কিন্তু তার রূপ খুব স্বাভাবিক ভাবেই আলাদা মানুষগুনোর মতোই প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু প্রতিটি গল্পই আবার তাদের মালিক-মালকিনদের কাছে (মানে couple দের কাছে ) নিজেদের মত করে নিজ গুনেই special আর ঠিক একই ভাবেই special তাদের relation তাই সম্পর্কে কোনো সমস্যা থাকলে সময় নষ্ট না করে একান্ত আন্তরিক প্রচেষ্টাই তা মিটিয়ে নিয়ে একসাথে এগিয়ে চলা উচিত দুজনের যতদিন সম্ভব আর যতদূর সম্ভব...কিন্তু গোড়াতেই গলদ থাকলে চিড় ধরতে বাধ্য আর সেই ফাটল মেরামত করাও just next to impossible !!! ...সেক্ষেত্রে সরে আসাটাই সবদিক থেকে ও সবার দিক থেকেই বান্ছনীয় ।
এখনকার বেশিরভাগ প্রেম অনেকটা বাঙালীদের দুগ্গাপুজোর মত হয়ে দাঁড়িয়েছে --- যতক্ষণ আসব-আসব করছে ততক্ষনই ভালো ...একবার চলে এলেই 'ঠাকুর থাকবে কতক্ষণ /ঠাকুর যাবেই বিসর্জন '-এর বাদ্যি বাজতে শুরু করে দেয় আর ঠিক তার পরপর 'আসছে বছর আবার হবে ' বলে পরের বারের প্রস্তুতি !!!
আমি প্রেম-বিরোধী কোন দিনই নয় ...কিন্তু ভালবাসা যখন তার স্বছতা হারায় ,যখন অন্যের যন্ত্রণার কারণ হয় তখন কারণবিহীন ভাবে যার /যাদের জন্য সেটা হচ্ছে তাকে /তাদের আমি ঘেন্না করি। অভিজ্ঞতা থেকে দেখেছি খুঁজতে খুঁজতে খোদাকে পাওয়া সোজা তবু একজন genuine মানুষ খুঁজে পাওয়া আরো কঠিন ...এদের সংখ্যা এতটাই কম তাই ভালবাসাই ভেজালের পরিমাণটা এতটাই বেশি !!! তাই আজ ভালবাসার বিপণন চলছে বিভিন্ন international public 'special day'গুলোতে কোটি কোটি টাকার 'অপ্রয়োজনীয়' gift বিক্রীর মাধ্যমে ...আর ভালবাসা না পেলে চলছে প্রতিহিংসা মেটাবার খেলা !!!
special মানুষটিকে special feel করানো দোষের কিছুই নয় ...বরং সমাজবদ্ধ জীব মানুষের পক্ষে ভালবাসার লেনদেন করতে চাওয়াই খুব স্বাভাবিক ...আর সেটা করাও উচিত ...কিন্তু যে attention আমরা এক্ষেত্রে দিয় ,যে টাকা আমরা এর পেছনে খরচ করি তার 1% ও যদি আমরা কিছু সত্যিকারের 'needy' মানুষের প্রয়োজনে খরচ করি তবে ভাবতে পারেন গোটা পৃথিবী থেকে অসাম্য কতটা কমবে।
এত গেল যারা সত্যিকারের ভালবাসা পেয়ে সত্যি সুখী তাদের জন্য এবার আসি তাদের কথাই যারা বলে --- '...এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মন আছে ...!!!" ....যারা ভাবে --- "ভালবাসা আসলে হরমনের খেলা ,বোকারা বলে -প্রেম " ...অথবা তিক্ত ঘটনাগুলো থেকে যাদের মনে হয়েছে --- "কি আর বলিব বল সখী ...জানি প্রেম -টেম সবই বুজরুকি ..." আর যারা ''একলা মানুষ মাতৃগর্ভে ,একলা মানুষ চিতাই আর বাকী সময়টা একলা না থাকার অভিনয়" ভেবে "একলা চলো রে "-কে জীবনের theme-song বানিয়ে চলছে তাদের বলি নিজের কাজ কে প্রেমিক/প্রেমিকা ভাবতে আর অপেক্ষা করতে সঠিক মানুষের জন্য ...আর যদি তাও সে না আসে কখনও ?!? ...তার মানে এই নয় যে "জীবনটা তোর্ ষোলো আনাই বৃথা " ....সত্যিকারের মনের মানুষের থেকে পাওয়া ভালবাসতে ঘুণ না ধরলেও একঘেয়েমি আসতে পারে ,রঙ চটে যেতে পারে কিন্তু যদি পৃথিবীর কয়েকটা প্রায় কিচ্ছু না পাওয়া মানুষের জন্য কিছু করা যায় স্বার্থশূণ্য ভাবে তবে প্রতিদানে তাদের থেকে পাওয়া অপার্থিব 'উপহারের' আনন্দ সারা জীবনে কখনই মলিন হয় না ।
প্রেমের সফলতার উপর বোধয় জীবনের সার্থকতা নির্ভর করে না...তাই,এই 4G speed-এর যুগে মন আর মস্তিষ্ককে নিজের control-এ রেখে বলতে চাই ---
"...আমি সূর্যের থেকে ভালবাসা নিয়ে/রাঙাব এ হৃদয় তার রঙ দিয়ে /ব্যর্থ প্রেমের নাটুকে নায়ক পারব না হতে,পারব না ...!!!"