"depression-র বাংলা নাকি নিম্নচাপ ?
বৃষ্টি এল ,সঙ্গে coffee এক -দু cup--
class-XI ফিরছে দেখি school থেকে
কেন যে আজ হিংসে হল তাই দেখে ?!?
দেখতে গিয়ে সন্ধ্যে হল জানলাতেই .........
আগের মতই মেঘ করেছে , কান্না নেই ;
কেবল মুঠোই বন্দি coffee-র একলা cup !!!
depression-র বাংলা বোধ হয়--মন-খারাপ ..."
'আমার প্রথম দেখা বৃষ্টির জলে --- |
--- ভাসিয়েছি ভেলা খেলার ছলে' |
(copied from sms)