Powered By Blogger

Saturday, April 26, 2014

"...get an IDEA...!!!"

" हर एक FRIEND जरुरी होता हैं --- "



Friday, April 25, 2014

LIFEline---the endless JOURNEY...!?!

                             ...just like me---   

"   ... আমার  একটা  ব্যক্তিগত  জীবন  আছে  ;
বসন্তে  সে  বিব্রত  খুব ,বর্ষা  পেলেই  নাচে  !
সকালে  পড়ি  পাঁচালি  আর  সন্ধ্যেই  পড়ি  নামতা  ---
কিন্তু  মনটা  চাই  যে  খালি  :- মুকুট  এবং  রাংতা  ।
...................................................................................
আমার  একটা  জীবন  আছে --- ভীষণ  ব্যক্তিগত ,
'অন্তহীন ' এই  যাত্রাপথে  আমি  আমারই  মত ।।"    

                                                                                                     [---taken from a 'Bangla' TV-Serial !]






                                                                           
                                 I am ---

valuable OR valueless ?

"বৃষ্টি যখন আকাশ থেকে  পরে,
জানিস---
মাটির ভীষণ কষ্ট হয় !
বুকের ভেতর আনমনা সব ক্ষত  ...
আবার যখন পাহাড় ছুঁয়ে  নদী 
মিলিয়ে গেল নীল সাগরের গায় ;
দু 'হাত বাড়াই,ধরতে যদি পারি -
সেই নদীকে ---
বৃষ্টি যার ছোঁয়াই 
উধাও হল আমার দু 'চোখ থেকে ।"


[সৌজন্যে :--- 'ঊনিশ -কুড়ি ' Magazine]



-:আমার পিতৃভূমির নদী :-




                                                                                  
:-আমার মাতৃভূমির নদী -:


                                                          


                                                   










Tuesday, April 15, 2014

PRIORITY

এক চাষা রোজ নিজের কাজে যাওয়ার আর ফেরার  পথে একটা লোককে একই জায়গাই একটা গাছের ছায়াই বসে থাকতে দেখে একভাবে  । চাষা বেচারা খুব সাধারণ মানুষ , আর পাঁচটা খেটে খাওয়া মানুষের মতো সে ও দিন আনে আর দিন খায় আর দিন কে দিন যেন আরো দীন হতে থাকে অভাবে । সে সেই অন্য মানুষটিকে দেখে ভাবে --- "এ কেন রোজ একই জায়গাই একই ভাবে বসে থাকে ? এর কি  কোনো কাজ  নেই নাকি এত টাকা যে কাজের দরকারই নেই ?" চাষা সহজ-সরল মানুষ....একদিন তাই সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেলে --- "আচ্ছা,তোমাকে যে রোজ-রোজ এখানেই বসে থাকতে দেখি, তোমার বুঝি অনেক টাকা ! লোকটি  "নাতো" বলে মাথা  নাড়ে !   "তাহলে ......তুমি কোন কাজ করো না কেন ? চলে কি করে তোমার ?" ---চাষা অবাক  হয় ! অন্য লোকটি সরাসরি জবাব না দিয়ে উল্টে প্রশ্ন করে --- "কাজ  করে কি হবে !?!" চাষা বলে --- "তাতে তোমার টাকা হবে..." আরেকটু  থেমে বলে "ভালো কিছু ,বড় কিছু করলে নাম ও হতে পারে ".... লোকটির আবার একই প্রশ্ন--- "আর তাতে কি হবে  ?" চাষা এবার বিরক্ত হয়ে ভাবে - লোকটা পাগল নাকি ! কিন্তু মুখে কিছু প্রকাশ না করে উত্তর দেয়,"তাতে  তোমার খাওয়া -পরা -গাড়ি-বাড়ি -চাকর -বাকর আর এরম অনেক ভালো জিনিস হবে ।" লোকটা এই তিন নম্বর বার ও একই কথাই জানতে চায় --- "আর এসব হয়ে আর পেয়েই বা কি হবে শুনি ?" চাষা  একটু রাগত গলাই উত্তর দেয় --- "তাতে তুমি এখন আর বাকি জীবনটা ভালো থাকবে ,আনন্দে কাটবে তোমার ।" এবার লোকটি মৃদু  হেসে বলে --- "সেতো আমি  এখনও দিব্যি আছি  ... বেশ আছি । তার জন্য  খামোখা  এসবের , এতকিছুর কি দরকার ? কাজেরই বা কি দরকার !!!"


MORAL :--- 


















                                              [প্রচলিত]

Bengal-Bengali & 'BONG's. . .!!!

বর্ষ বরণ 
    " কালীঘাটে নতুন খাতা ;
  lunch-এ আজ কলাপাতা ।
  ধুতি আর গরদ-শাড়ি ;
  pizza নয়,আজ শুক্তো-বড়ি ।
 'সোনার-বাংলা'য় কচু শাক ---
  আজ আমাদের 'পয়লা বৈশাখ' ।"

পয়লা পার্বণ 
                      [---taken from SMS!]