"বৃষ্টি যখন আকাশ থেকে পরে,
জানিস---
মাটির ভীষণ কষ্ট হয় !
বুকের ভেতর আনমনা সব ক্ষত ...
আবার যখন পাহাড় ছুঁয়ে নদী
মিলিয়ে গেল নীল সাগরের গায় ;
দু 'হাত বাড়াই,ধরতে যদি পারি -
সেই নদীকে ---
বৃষ্টি যার ছোঁয়াই
উধাও হল আমার দু 'চোখ থেকে ।"
[সৌজন্যে :--- 'ঊনিশ -কুড়ি ' Magazine]
জানিস---
মাটির ভীষণ কষ্ট হয় !
বুকের ভেতর আনমনা সব ক্ষত ...
আবার যখন পাহাড় ছুঁয়ে নদী
মিলিয়ে গেল নীল সাগরের গায় ;
দু 'হাত বাড়াই,ধরতে যদি পারি -
সেই নদীকে ---
বৃষ্টি যার ছোঁয়াই
উধাও হল আমার দু 'চোখ থেকে ।"
[সৌজন্যে :--- 'ঊনিশ -কুড়ি ' Magazine]
-:আমার পিতৃভূমির নদী :- |
:-আমার মাতৃভূমির নদী -: |