Powered By Blogger

Tuesday, April 15, 2014

PRIORITY

এক চাষা রোজ নিজের কাজে যাওয়ার আর ফেরার  পথে একটা লোককে একই জায়গাই একটা গাছের ছায়াই বসে থাকতে দেখে একভাবে  । চাষা বেচারা খুব সাধারণ মানুষ , আর পাঁচটা খেটে খাওয়া মানুষের মতো সে ও দিন আনে আর দিন খায় আর দিন কে দিন যেন আরো দীন হতে থাকে অভাবে । সে সেই অন্য মানুষটিকে দেখে ভাবে --- "এ কেন রোজ একই জায়গাই একই ভাবে বসে থাকে ? এর কি  কোনো কাজ  নেই নাকি এত টাকা যে কাজের দরকারই নেই ?" চাষা সহজ-সরল মানুষ....একদিন তাই সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেলে --- "আচ্ছা,তোমাকে যে রোজ-রোজ এখানেই বসে থাকতে দেখি, তোমার বুঝি অনেক টাকা ! লোকটি  "নাতো" বলে মাথা  নাড়ে !   "তাহলে ......তুমি কোন কাজ করো না কেন ? চলে কি করে তোমার ?" ---চাষা অবাক  হয় ! অন্য লোকটি সরাসরি জবাব না দিয়ে উল্টে প্রশ্ন করে --- "কাজ  করে কি হবে !?!" চাষা বলে --- "তাতে তোমার টাকা হবে..." আরেকটু  থেমে বলে "ভালো কিছু ,বড় কিছু করলে নাম ও হতে পারে ".... লোকটির আবার একই প্রশ্ন--- "আর তাতে কি হবে  ?" চাষা এবার বিরক্ত হয়ে ভাবে - লোকটা পাগল নাকি ! কিন্তু মুখে কিছু প্রকাশ না করে উত্তর দেয়,"তাতে  তোমার খাওয়া -পরা -গাড়ি-বাড়ি -চাকর -বাকর আর এরম অনেক ভালো জিনিস হবে ।" লোকটা এই তিন নম্বর বার ও একই কথাই জানতে চায় --- "আর এসব হয়ে আর পেয়েই বা কি হবে শুনি ?" চাষা  একটু রাগত গলাই উত্তর দেয় --- "তাতে তুমি এখন আর বাকি জীবনটা ভালো থাকবে ,আনন্দে কাটবে তোমার ।" এবার লোকটি মৃদু  হেসে বলে --- "সেতো আমি  এখনও দিব্যি আছি  ... বেশ আছি । তার জন্য  খামোখা  এসবের , এতকিছুর কি দরকার ? কাজেরই বা কি দরকার !!!"


MORAL :--- 


















                                              [প্রচলিত]