একটি ছেলের একবার খুব ইচ্ছে হল যে সে ক্যারাটে শিখবে । পাঠক -পাঠিকাদের মনে হতেই পারে যে ---এটা এমন কিছু নতুন কিংবা কঠিন ব্যাপার নয় , অভিনব কিছু ও নয় ...অনেকেই তো শেখে ! কিন্তু , আমাদের এই গল্পের ছেলেটির কাছে এটি খুব একটা সহজ ব্যাপার নয় কারণ এই ছেলেটির বাম হাতটি ছিল না ... কাটা গেছিল আর কাঠের হাত দিয়ে তো আর কারাটে সম্ভব নয় কোনভাবেই । সে যাই হোক ... এই নিয়েই যখন ঘটনা তখন আসল গল্পেই ফেরা যাক --- তো আমাদের গল্পের এই নায়ক তখন করলো কি এক কারাটে -মাস্টার -এর কাছে গিয়ে নিজের ইচ্ছে জানালো । এখন সেই মাস্টার ছেলেটিকে হতাশ করলো না কিন্তু তাকে কয়েক মাস ধরে কারাটের একটি মাত্র প্যাঁচ শিখিয়ে সেটিই বারবার অভ্যেস করাতে লাগলো ... ছেলেটি অন্য প্যাঁচ শিখতে চায়লেও শেখালো না আর জানতে চাইলেও না শেখাবার কারণটাও বলল না কিছুতেই ! ছেলেটির যখন হতাশ হব -হব অবস্থা তখন এ একদিন তার সেই মাস্টার একটা বিশাল মাপের কারাটে প্রতিযোগীতাই তার অন্য কোনো ছাত্র-ছাত্রীর নাম না পাঠিয়ে একমাত্র সেই একটিমাত্র কারাটের কায়দা জানা ছেলেটিকে পাঠাল !!! .....আর নিজেকে এবং অন্যদেরকেও অবাক করে দিয়ে সে জয়ী হয়ে ফিরল ... কিন্তু তার মাস্টার কি আগে থেকেই জানতেন যে সেই জিতবে ... নইলে কেন ..... প্রশ্নটা যারা গল্পটা পড়ছেন তাদের মতো ছেলেটির মনেও জাগে আর তার উত্তরে তার শিক্ষকের পরিষ্কার জবাব --- "আমি তোমাকে কারাটের যে একটিমাত্র প্যাঁচটি এতদিন ধরে শিখিয়ে অভ্যেস করিয়ে গেছি সেটি বিপক্ষের উপর প্রয়োগ করলে তা আটকাতে বা প্রতিরোধ করতে তোমার বিপক্ষের তোমার বাম হাত্টির দরকার পরত বা তোমার বাম হাতটি ওর ধরার প্রয়োজন পরত --- যেটি দুঃখজনক ভাবে তোমার নেই আর তাই তোমার বিপক্ষ তোমায় আটকাতে পারেনি আর তাই তুমি জিতেছ ... আর যেহেতু তোমায় এই কারণটি না জানিয়েই এতদিন ধরে শুধু এটিই তোমায় অভ্যেস কোরিয়া গেছি তাই তোমার অহঙ্কার জন্মায়নি , তুমি একই লক্ষ্যে স্থির থেকে এই একটি প্যাঁচেই নিজের পুরোটা দিতে পেরেছ আর তোমার দুর্ভাগ্যজনক ভাবে পাওয়া দুর্বলতাই হাতিয়ার হয়ে তোমায় জিতিয়েছে ।"
power IN weakness
[---প্রচলিত !]